Saturday, January 11, 2014

Recursion & Backtracking

Recursion, programming এর জন্যে খুব গুরুত্বপূর্ণ। recursion প্রথম দিকে শেখার সময় অনেকের কাছে কঠিন লাগে। কিন্তু একবার শিখে ফেলতে পারলে এর থেকে সহজ আর কিছু নেই। শুধু শেখার আগ পর্যন্ত লেগে থাকতে হবে।


কোথা থেকে শিখব?

দেখতেই হবেঃ

1. ফাহিম ভাইয়ের ব্লগ। খুবই সুন্দর করে লিখেছেন। 
2. যোবায়ের ভাইয়ের ব্লগ। Attacking recursion.

আরো কিছু দেখতে পারোঃ

1. Topcoder
2. আর একটা...

করতেই হবেঃ

Problems of recursion.  এখানে ২০ টা problem দেয়া আছে। এই ২০ টা অবশ্যই করতে হবে। এই গুলো নিজে যখন বুঝে করতে পারবে তখনি শুধু নিচের গুলো করার চেষ্টা করবে।

Problem

এখানে যে problem গুলো দেয়া হয়েছে তা ফরহাদ ভাই ( 07 Batch, SUST & WF of 11,12 ) আমাদের training camp এ করিয়েছিলেন। সেখান থেকে সবগুলো problem দিয়ে দিলাম।

Lightoj - 1023, 1117

Uva - 195, 10696, 10776, 11753, 624

TopCoder - SRM 491 Div 2 1000, TCHS SRM 16 1000, TCHS SRM 55 1000, SRM 273 div 2 1000, TCHS SRM 2 1000, SRM 449 Div 2 500, TCCC06 online Round 2A Div 1 250, SRM 275 Div 2 500, TCHS SRM 26 500

TJU - 1306, 2893

No comments:

Post a Comment